বিপদ নিয়ে উক্তি স্ট্যাটাস কিছু কথা।

 বিপদ নিয়ে উক্তি স্ট্যাটাস কিছু কথা।


বিপদ আসতে পারে কারণ এই জীবনে আপনি যত্তক্ষণ বেঁচে থাকবেন ততক্ষণ বিপদ আসা যাওয়া করবে। তাই আপনি এই বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য বিপদ থেকে কাঁটিয়ে উঠার জন্য বিভিন্ন পরিকল্পনা করতে হবে তাতে করে আপনি আপনার জীবনে যতো বিপদ আসবে তাড়াতাড়ি এই বিপদ থেকে আপনি মুক্তি পাবেন। বিপদ এমন একটা জিনিস বা এমন একটা সমস্যা এই সমস্যা থেকে আপনাকে অনেক পরিশ্রম করতে হবে যাতে করে সহজেই বিপদ নামক শব্দটা থেকে আপনি বেঁচে থাকতে পারবেন। আপনার কাজ থাকবে আপনি যেই বিপদে পড়বেন সবসময় একটা কথা চিন্তা করবেন আপনি যখন জন্মগ্রহণ করেছিলেন তখন থেকে আপনার নামের পাশে এই বিপদ শব্দটা লেখা হয়ে গেছে এতে ভয়ের কিছু নেই।




বিপদ আপদে সবাই কে চেনা যায়

সবাই চলে যায় কেউ আপন নয়

বাকিরা পাল্টে গেলেও বন্ধু কখনো বিপদে পাল্টে যায় না

বন্ধুর মতো ভালোবাসা এই দুনিয়ায় আর কিছু হয় না।


জীবনে তিনটি মানুষকে কখনো ভুলতে নেই।

১. বিপদের সময় যে পাশে থাকে।

২. বিপদের সময় যে পাশে থাকে না।

৩. যার জন্য তুমি বিপদে পড়েছো।


বীরের পরীক্ষা হয় যুদ্ধের ময়দানে

বন্ধুর পরীক্ষা হয় বিপদের সময়।

    যে বন্ধু বিপদে পাশে থাকে

সেই বন্ধু সারাজীবন পাশে থাকে।


আড়াল করে রেখেছো আমায় সকল আঘত থেকে

  শত বিপদে রক্ষা করেছো নিজের বুক পেতে।

     আমার সুখ দুঃখের ভার নিয়েছো তুমি

ইহকাল পরকাল তোমাকেই মেনেছি আমি।

   তোমার যা কিছু আমাকে দিয়েছো সব ই

    আমি দিলাম ভালোবাসা এক পৃথিবী।


ক্ষমতালোভী মানুষের মাঝে মাঝে

নিজেদের বিপদ নিজেই ডেকে আনে।


শিশিরের বুকের বাঁ পাশে তার জন্মদাগ

এই দাগের পাশাপাশি ঘটল তার প্রিয়তমার মরণদাগ

ফাঁদে বিফাঁদে জড়িয়ে পড়লো একটা কাঁটা দাগ।


শীতল মরূথরের জলবায়ুর ফোঁটা বিন্দুতে তাপ যেমন অদমনীয়। উত্তপ্ত ন্যায় চোখ ছৃলছৃলে শিশিরের শেষ রক্ষার্থ ভাসনীয়।


রাত ৮টা চলছে গাড়ি নিঃসম

টেরা কাঁটা কয়েকটা মাথা গাড়ির কাচে

আর তপ্ত ভাষা অবিরম।


পাকে বিপার্কে জড়িয়ে গেল প্রিয়তমার কোমল দেহ

শিশিরের দগ্ধ চোখ অবহেলিত শক্ত শরীর মিশে গেল

           কোমলে রাস্তা শূন্য নাইকো কেহ।


জন্মদাগ জনমেরই দাগ এই দাগ অস্তিত্ব

ছিড়েখুঁড়ে শেষ হলো বিদায় নিলো একটি চিত্র।

বিপদ আসতে পারে কারণ এই জীবনে



এই বিপদ আপনার জীবনে সবসময় উঠানামা করবে এতে করে আপনার জীবনে অনেক লাভ হবে যেমন অনেক কিছু শিখতে পারবেন অনেক কিছু বুঝতে পারবেন যাতে এই জীবন থেকে আপনি অনেক কিছু শিখতে পারেন শিক্ষার জন্য এই জীবনে বিপদ আসা অনেক জরুরী কারণ জীবন থেকে শিক্ষা নেওয়ার সহজ উপায় কি হতে পারে জানেন বিপদ শব্দটা কারণ এই শব্দটা ছোট হলে কি হবে অনেক কিছু বোঝার আছে তাতে আপনার জীবনে যতো ধরণের বিপদ আসবে আপনি নিঃসন্দেহে মুক্তি পাবেন। তাই জীবনে কখনো যদিও বিপদ নামক এই বাক্যটা আপনার জীবনে এসে ধরা দেয় তাহলে জীবন থেকে বিপদ কি তা আপনি শিখতে কোনো ধরণের অসুবিধা হবে না। 

Post a Comment

0 Comments