মোবাইল ফোন হারিয়ে গেলে কি করবেন।- সাহিত্য মহল

আপনি কি জানেন আপনার হাতের মোবাইল চুরি হয়ে গেলে অথবা হারিয়ে গেলে আপনার কি করণীয় আপনি যদি জানেন তাহলে অনেক ভালো কিন্তু আপনি যদি না জেনে থাকেন আপনি কিন্তু রয়েছেন মহাবিপদে। কারণ আপনার হারিয়ে যাওয়া ব্যবহত হতে পারে যেকোনো ধরনের জঙ্গিবাদী চাঁদাবাজি অথবা অন্য কোনো অপকর্মে কারণ এখন যেহেতো বায়োমেট্রিক সিস্টেমে আঙুলের চাপ ছাড়া একদমি নতুন সিম ক্রয় করা যায় না এরজন্য অপরাধীরা তাদের অপরাধকার্যে কিন্তু চুরি হয়ে যাওয়া অথবা হারিয়ে যাওয়া মোবাইল ফোন গুলো বেশি ব্যবহার করে থাকে। 


মোবাইল চুরি হয়ে গেলে কি করব

এরজন্য এই বিষয়ে আপনারা করণীয় কি আপনার সেই সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে সম্পূর্ণ এই পোস্টটি আপনার মনোযোগ সহকারে পড়তে হবে তাহলে আপনার হারিয়ে যাওয়া মোবাইল চুরি হয়ে গেলে আপনার করণীয় কি তা জানা আপনার জন্য সহজ হয়ে যাবে।


 


স্মার্ট ফোন এর বিষয়ঃ স্মার্ট ফোন এখন আমাদের দৈনিন্দন জীবনে একটি গুরুত্বপূর্ণ অংশ এরজন্য আমাদের মোবাইল ফোনটি হারিয়ে গেলে অথবা চুরি হয়ে গেলে আমাদের কিন্তু বিব্রান্তকর একটা পরিস্থিতির মধ্যে পড়ে যেতে হয়। আমাদের অনেকেই কিন্তু আমাদের মোবাইল ফোনটি হারিয়ে গেলে অথবা চুরি হয়ে গেলে কি করণীয় সে সম্পর্কে জানা নি একান্ত জরুরি প্রথমত আপনার মোবাইলটি যদি চুরি হয়ে যায় তাহলে আপনার মোবাইলটি যে এলাকায় চুরি হয়েছে সেই এলাকার স্থানীয় থানায় একটি মামলা দায়ের করতে হবে মামলাতে যদি সম্ভব হয় তাহলে আপনার মোবাইলের আইবিএম নাম্বারটি উল্লেখ করতে হবে।


মোবাইল চুরি হলে খুঁজে পাওয়ার উপায়

যদি আইবিএম নাম্বারটি মনে না থাকে তাহলে আপনি মোবাইলটি কেনার সময় আপনাকে যে পেপার্সগুলো দিয়েছে সে গুলো দেখলে আপনি আইবিএম নাম্বারটি পেয়ে যাবেন আপনার কাছে আইবিএম নাম্বার না থাকলে আপনার মোবাইলটি চুরি হওয়ার সময় যেই নাম্বারটি চালু ছিলো সেটি আপনাকে উলেখ করতে হবে।


মোবাইল চুরির স্ট্যাটাস

মোবাইলটি হারিয়ে গেছেঃ দ্বিতীয়ত আপনার মোবাইলটি যদি চুরি না গিয়ে হারিয়ে যায় তাহলে মোবাইলটি যে এলাকা থেকে হারিয়ে গিয়েছে সেই এলাকাতে একটি জিডি করতে হবে জিডি করার সময় আপনার মোবাইলের আইবিএম নাম্বারটি উল্লেখ করুন অন্যথায় শুধুমাত্র মোবাইল ফোনের নাম্বারটি উল্লেখ করলে হবে। মামলা অথবা জিডির একটি কপি আপনার কাছে রাখবেন এবং কপি উল্লেখ থাকা অফিসারের সাথে যোগাযোগ রাখবেন এবং আপনার ফোনের বৈশিষ্ট্য অবস্থা জেনে নিবেন।


স্মার্টফোন হারিয়ে গেলে

অনেক সময় পুলিশ অফিসার আপনার ফোনের গুরুত্ব না বোঝার কারণে অসহযোগিতামূলক আচরণ করতে পারে। এক্ষেত্রে আপনাকে আপনার ফোনের গুরুত্ব বোঝাতে হবে প্রয়োজনে আপনাকে কিছু টাকা পয়সা খরচ হতে পারে পুরো বিষয়টি নির্ভর করছে আপনার ফোনটি আপনার কাছে কতটা গুরুত্ত্বপূর্ন সেই বিষয়ের উপর। আপনি চাইলে আপনার মামলা অথবা জিডির কপি নিয়ে সংশ্লিষ্ঠ এলাকার রেপ অফিসে যোগাযোগ করতে পারেন অনেকেই আছে তাদের মোবাইল হারিয়ে গেলে মামলা বা জিডি করতে চান না কারণ অনেকেই মনে করে থাকেন আমার মোবাইলের দাম কম মোবাইলে তেমন গুরুত্ত্বপূর্ণ কিছু নেই। 


হারিয়ে যাওয়া মোবাইল বন্ধ করার উপায়

এই বিষয়টি একদমই এইরকম ভাবার কিছু নয় আপনার মোবাইলটি যদি অপরাধমূলক কাজে ব্যবহার হয়ে থাকে তাহলে আপনি কিন্তু পুরোপুরি ফেঁসে যাবেন তারপর হচ্ছে আপনারা গুগলের ফাইলস ডিভাইস নাম একটা সার্ভিস রয়েছে সেই সার্ভিসের মাধ্যমে আপনার মোবাইলের সেই অবস্থান সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে।



মোবাইলের লোকেশনের সার্ভিসঃ মোবাইলের লোকেশনের সার্ভিস রয়েছে লোকেশন সার্ভিসটি অন রাখতে হবে তাহলে আমাদের মোবাইল যখনি ইন্টারনেটের সাথে কানেক্টেড হবে তখনি আমাদের মোবাইলের অবস্থানটি গোগলের সার্ভারে ঢুকে যাবে। এখন যদি আমরা অন্য কোনো মোবাইল আমাদের কম্পিউটার থেকে গোগলে সার্চ করি ফাইন্ড মাই ডিভাইস লিখে তারপর একটি ইউআরএল প্রথমে গুগলে সু করবে যখন আমরা এই ওয়েবসাইটে প্রবেশ করব তখনি আমাদের মোবাইলের বর্তমান মোবাইলের অবস্থান জানতে পারব। 


মোবাইল ফোন হারিয়ে গেলে জিডি করার নিয়ম

তবে এরজন্য আমাদের হারিয়ে যাওয়া মোবাইলের প্লেস্টোরে গিয়ে মেইল দিয়ে লগইন করা সেই জিমেইল দিয়ে আমাদের এই গোগলের ফাইল ডিভাইসের একাউন্টে লগইন করতে হবে। মোবাইলের কত চার্জ রয়েছে মোবাইল এর ডাটা কানেকশন কার আন্ডারে রয়েছে সেই সব বিস্তারিত তথ্য আপনাদের সামনে সু করবে প্লেসাউন্ড অপশন রয়েছে সেখানে যদি ক্লিক করেন তাহলে আপনি কল দিয়ে দিতে পারেন কোনো সমস্যা হবে না। 


আরও পড়ুনঃ আইপিএস এর ব্যাটারিতে পানি দিতে হয় কেন জেনে নিন।:- সাহিত্য মহল


আরও পড়ুনঃ ইউটুব চ্যানেলে শর্ট ভিডিও আপলোড করে মাসে লক্ষ টাকা ইনকাম বিস্তারিত জেনে নিন ২০২২।


সিকিউরিটি ডিভাইস সিকিউরিটি ডিভাইসে আমরা যদি এসএমএস লিখে সিকিউরিটি বাটনে ক্লিক করি তাহলে আমাদের মোবাইল কিন্ত লক হয়ে যাবে তারপর কোনো মোবাইল নাম্বার যদি সিকিউরিটি ডিভাইসে ক্লিক করি তাহলে আমাদের মোবাইল লক হয়ে যাবে। তারপর রয়েছে ইরাসে ডিভাইস ইরিস ডিভাইসে আমরা যদি ক্লিক করি তাহলে আমাদের মোবাইলে যত ডাটা রয়েছে সব ডাটা ইরেস হয়ে যাবে আমাদের মোবাইলটি যার হাতে যাবে সে আমাদের মোবাইলের কোনো ডাটা পাবে না।

Post a Comment

0 Comments