Computer Speed: কম্পিউটার স্লো হলে করণীয় - কম্পিউটার ফাস্ট করার উপায়

আমরা যখন কম্পিউটারে কাজ করি তখন হঠাৎ করে দেখা যায় কম্পিউটারটি স্লো হয়ে হয় । এই স্লো হওয়ার কারনে কাজ করতে মন ভেগ্ঙে যায় । কিন্তু আমরা অনেকে জানি না কেন কম্পিউটার স্লো হয়, কম্পিউটার বিভিন্ন কারনে স্লো হতে পারে তার মধ্যে যেমন- কিছু কারণ আছে সেটা তুলে তরছি


১.ভারী কোনো সফটওয়্যার কম্পিউটারে থাকা 

২. কম্পিউটারে ভাইরাসে আকান্ত হওয়া ইত্যাদি 


এখন আমি আপনাদেরকে বলবো আপনার কম্পিউটারটি স্লো হলে যা যা করবেন, আপনার কম্পিউটার বা ল্যাপটপ স্লো হওয়া সফটওয়্যার ছাড়া সুপার ফাস্ট করবেন তা আলোচনা করছি।

পদ্ধতি - ১.

recycle bin ফাইল ডিলিট করতে হবে।

%temp% ফাইল ডিলিট করতে হবে।

prefetch ফাইল ডিলিট করতে হবে।

temp ফাইল ডিলিট করতে হবে।

recent ফাইল ডিলিট করতে হবে।


পদ্ধতি - 2.

এই কাজ গুরো কিভাবে করবেন জেনে নেন, প্রথমে Start মেনুতে গিয়ে  run Opsion ওপেন করুন  ( শর্টকাট- win+r) এরপর %temp% লিখে Enter চাপুন। নিচের ছবিটি লক্ষ করতে পারেন-



পদ্ধতি - 3

এরপর আবার run গিয়ে tree লিখে এন্টার চাপুন। এভাবে দুই - থেকে - তিন বার tree লিখে এন্টার চাপুন।


পদ্ধতি - 4.

এখন আপনার কম্পিউটারের গিয়ে My computer থেকে drive গুলি ওপেন করুন। প্রথমে c ড্রাইভ কে সিলেক্ট করে রাইট (right) ক্লিক করুন।



তারপর properties এ যান। এরপর disk properties ওপেন হবে সেখান থেকে Tools নির্বাচন করুন। এরপর check now এ ক্লিক করুন। নিচের ছবিটি লক্ষ করতে পারেন -


সবশেষে আপনার কম্পিউটার একবার restrt দিন, আশা করি সুপার ফাস্ট হয়ে যাবে ।

Post a Comment

0 Comments