আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুন মাজিদ। ঈদ উল আযহা নামাজ আল্লাহর কাছে প্রার্থনা সমস্ত মুসলিম উৎসবের মেরুদণ্ড গঠন করে। উৎসবের মধ্যে একটি ইসলামী ক্যালেন্ডারের দ্বাদশ এবং শেষ মাস দুল হিজ্জাহ এর দশ দিনে উদযাপিত হয় ঈদের কি নামাজ কা তরিকা প্রতিদিনের নামাজ থেকে আলাদা। এটাকে সালাত আল ঈদ বলা হয় এটা কিভাবে সঞ্চালন জানতে পড়ুন।
ঈদুল আযহার নামাজের সঠিক নিয়ম
ঈদ-উল আযহা ঈদ উল আধা নামেও বানান করা হয় বিশ্বজুড়ে মুসলমানদের দুটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। ঈদুল আযহার নামাজ কিভাবে আদায় করতে হয় তা জানুন ঈদুল আযহার নামাজ কিভাবে পড়তে হয় ঈশ্বরের কাছে প্রার্থনা না করে কোনও উদযাপন শুরু হয় না এবং তাই এই দিনে আল্লাহর কাছে সালাত আল ঈদ দেওয়া হয়।
ঈদুল আযহার নামাজ
আপনার হাত এমনভাবে তুলুন যাতে আপনার হাতের তালু এবং বুড়ো আঙ্গুল যথাক্রমে কাঁধ এবং কানের সাথে উভয় পাশে সারিবদ্ধ থাকে। আপনার শরীরকে শুদ্ধ করার জন্য গোসল পুরো শরীর ধোয়ার রীতি করে আপনার দিন শুরু করুন। এটি একটি পরিষ্কার করার আচার ওজু দ্বারা অনুসরণ করা হয়। তারপর নামাজের জন্য প্রস্তুত হন।
এবার আপনার শরীর শুদ্ধ হলে ঈদের সালাত আদায় করুন। নামায পড়ার নিয়তে তেলাওয়াত করা নামাজ শুরুর আগে নিয়ত
তারপর তাকবিরাতুল ইহরাম আদায় করুন।
তাকবীর বলুন আল্লাহু আকবার।
অতঃপর তাকবীর পাঠ করার সময় ডান হাত বাম দিকে রেখে দোয়া ইফতিতাহ পড়ুন।
তারপর সাত ৬+১ বিন্যাস বার তাকবীর দাও আল্লাহু আকবার
অতঃপর সূরা ফাতিহা পাঠ করুন
বিসমিল্লাহির রাহমানির রাহীম।
আল হামদু লিল্লাহি রাব্বিল আলামীন।
আর রাহমানির রাহীম।
মালিকি ইয়াওমি ডি দিন।
ইয়্যাকা না বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন।
তারপর কুরআন থেকে আরেকটি সূরা যোগ করুন।
শিরাতা ল্লাদীনা আনআমতা'আলাইহিম গায়রি এল মাগদুবি'আলাইহিম ওয়া লা দ্য ডাল্লিন।
ইহদিনা ষ সিরাতাল মুস্তাকিম।
সোজা অবস্থানে উঠে দাঁড়ান।
অতঃপর প্রথম সুজুদ আদায় করুন।
সামিআল্লাহু লিমান হামিদাহ
অতঃপর রুকু করার সময় প্রথম রাকাত পূর্ণ করেন এবং তিনবার সুবহানা রাব্বিয়াল আযীম পাঠ করুন।তারপর তস্যাহহুদ জপ করুন। দ্বিতীয় রাকাআত শেষ করা। অতঃপর দ্বিতীয় সুজুদ করবেন। তারপর তাকবিরাতুল ইন্তিকালের জন্য আবার আপনার পায়ে উঠুন। আল্লাহু আকবার হাঁটু গেড়ে বসুন এবং নিম্নোক্ত আয়াতটি পাঠ করুন সুবহানা রাব্বিকা লা আলা রাব্বানা ওয়া লাকাল হামদ।
ঈদুল আযহার নামাজের নিয়ত
আশিহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আসিহাদু আন্না মুহাম্মাদার আবদুহু ওয়া রাসুলুহু তারপর সূরা আল ফাতিহা ও কুরআনের অন্য একটি সূরা পড়বেন তারপর রুকুতে যাওয়ার আগে পাঁচবার তাকবীর দিবেন।
ঈদুল আযহার খুতবার নিয়ম
আত তাহিয়্যাতুল লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আস্সালামু আলাইকা আইয়্যুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাব্বিগফিরলি ওয়া রহমনি ওয়া জবুর্নি ওয়া রাফা নি ওয়ারজুকনি ওয়াহদিনি ওয়া আফিনি ওয়া ফু আনি।
ঈদুল আযহার তাকবীর
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুন মাজিদ। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। অথবা শুধু রাবিগফিরলি বলুন সালাম দিয়ে নামাজ শেষ করুন।
আরও পড়ুনঃ পবিত্র ঈদুল ফিতরের দিন করণীয় ও সুন্নতসূমহ - ২০২২
ইব্রাহিমের ভক্তি এবং আল্লাহর প্রতি অটল বিশ্বাসকে স্মরণ করার জন্য ঈদ উল আধা ভারতে বকরিদ নামেও পরিচিত পালিত হয় ত্যাগের উত্সব হিসাবে জনপ্রিয়। এই নামাজ প্রতিদিনের নামাজ থেকে আলাদা। কিভাবে সালাত আল ঈদ পালন করা আবশ্যক জানতে পড়ুন আপনার ডান দিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এবং আপনার বাম দিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তারপর বলুন রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম।