শিক্ষকের জীবনের থেকে চোর, চোরাচালানি, দারোগার, জীবন অনেক আকর্ষণীয়। এ সমাজ শিক্ষক চায় না চোর, চোরাচালানি দারোগা চায়। সব সম্পর্ক যেমন এই ভালোবাসা তৈরি করতে পারে না, তেমনি সব ভালোবাসায় আবার সম্পর্ক থাকেনা।
ছিড়ে ফেলেদি আমি ডায়রির পাতা দেখা লেখা ছিলো হাজারও স্বপ্নের কথা ছিড়তে পারিনি আমার মনের সেই পাতা যেখানে জমে আছে জীবনের অনেক ব্যথা।
সত্যিকারের সম্পর্কে কোনো লুকোচুরি খেলা নয় বরং এখানে দুজনেই দুজনকে খুঁজতে থাকে। বিশ্বাস জীবনকে গতিময়তা দান করে, আর অবিশ্বাস জীবনকে দুর্বিষহ করে তোলে। কখনও কখনও জীবন আপনাকে ইট দিয়ে মাথায় আঘাত ও করবে কিন্তু তাতে কবে বিশ্বাস হারাবেন না।
অনুকরণ নয়, অনুসরণ নয়, নিজেকে খুঁজুন নিজেকে জানুন, নিজের পথে চলুন। ক্ষমা হলো ভালোবাসার সবচেয়ে বড় রূপ যার প্রতিদিন হিসাবে আপনি পাবেন হাজারো ভালোবাসা।
দিন দিন কেমন জানি চিংড়ি মাছের মত হয়ে যাচ্ছি, কারো কারো কাছে খুব প্রিয়, তো কারো কারো কাছে চরম এলার্জি।
আমরা একটা অনিশ্চিত জগতে বসবাস করি, তুমি এমনি এমনি বলে দিতে পারবো মা যে, একজনকে তুমি বিশ্বাস করতে পারো, তাকে এটা অর্জন করতে হবে। আমি বুঝতে পেরেছি যে আপনি যদি জীবনকে ভালোবাসেন তবে জীবনও আপনাকে অনেক ভালোবাসবে।
বিশ্বাসীদের জন্য পৃথিবীতে অসংখ্য নিদর্শনাবলি রয়েছে। স্বপ্নপূরণই জীবনের একমাত্র লক্ষ্য নয়, তাই বলে স্বপ্নকে ত্যাগ করে নয়, তাকে সঙ্গে নিয়ে চলো, স্বপ্ন ছাড়া জীবন অর্থহীন।
আমি পরীক্ষা নিয়ে মোটেও চিন্তত নই, কেননা পরীক্ষার কয়েকটা খাতার পৃষ্ঠা আমার ভবিষ্যতে নির্ধারিত করতে পারে না।
বিখ্যাত না হয়ে জীবন কাটলেও সুন্দর জীবন কাটানো সম্ভব। কিন্তু জীবনের মতো জীবনটা না কাটিয়ে বিখ্যাত হওয়া কখনো সুন্দর জীবন হতে পারে না।
তুমি ভুল করেছো এতে লজ্জার কিছু নেই,। বারবার ভুল করা একটি৷ জিনিসই প্রমাণ করে- তুমি হাল ছাড়োনি, তুমি চেষ্টা করে চলেছ।
শক্তিশালী ও সাহসী হও! ভয় পাবে না আশা হারাবে না। কারণ ঈশ্বর যেখানেই থাকুক না কেন আপনার সাথে আছে। যদি কখনো মনে অহংকার আনা শুরু করে, তাহলে কবরস্থানে ঘুরে এসো ” ওখানো তোমার চেয়ে জ্ঞানী, সুন্দর ও ধনী মানুষ গুলো মাটির মাটির নিচে শুয়ে আছে।
হারিয়ে যাওয়া বিধি বিধির বিধান, হারিয়ে গিয়েছি আমি তোর জীবন থেকে। মূল্যহীন মানুষের আবেগ কি বা আসে যায়? কি হবে সম্পর্কের বেড়াজালে তোরে আটকে রেখে।
Read More: ৫ টি সেরা কষ্টের কবিতা, বাংলা কবিতা - সাহিত্য মহল
মেয়েটা চেয়েছিল ডাক্তার হতে, আজ সে ভর্তি হল সেখানেই, যেখানে সে গড়তে চেয়েছল বাবা মায়ের দুচোখে জল। শুধু বাস্তবটা হল, আজ সে এখানে অ্যাডমিটেড কয়েকটা পশুর নৃশংসতার বলি হয়ে।
এরকম কি হয়েছে কখনও কারও চোখে জল গড়ালো অথচ কেঁদেছো তুমি? এরকম কি হয়েছে কখনও, তুমি হেসেছো, কিন্তু তার মুখে সোনালি রোদ্দর, এরকম কি হয়েছে কখনও? পাশাপাশি আছো তোমরা, অথচ কাছাকাছি নয়।
আর কতদিন! একটু প্রেম যে আমারও প্রয়োজন....রসদ যে প্রায় শেষ, তুমি আসবে বলে আজও প্রেম আনি অল্প স্বল্প, হয়তো সেদিন একটা উপন্যাস লিখবো..সেই উপন্যাস তুমি থাকবে, আমি থাকবো,, প্রেম বিরহ অভিমান সবটা থাকবে।
চলে যায় শেষ ট্রেন, ফাঁকা পড়ে থাকে স্টেশন.. আমাদের যে ভালোবাসা জড়িয়ে দিয়ে যায়, সে গল্পের পর আমরা উপেক্ষাতেই একটু বেশিই ভালো থাকি।