এ বসন্ত হয়ে উঠুক
জীবনের মধুর বসন্ত,
সবাই জানায় আন্তজার্তিক মাতৃভাষা দিবস এর শুভেচ্ছা।
ধরণী আজ উঠিছে সাজি
মানের দক্ষিণ দার খুলে দেবো আজি,
মাতাল হবো সুখে আজকে অনন্ত
সার্থক হবে আন্তজার্তিক মাতৃভাষা দিবস।
ফেব্রুয়ারি মাস ভালোবাসায় ভরপুর
তুমি আর আমি ঘুরবো সারা দুপুর,
মাতৃভাষা ফুল গুজে দেবো তোমার খোপায়
ভালোবাসার এটাই তো সেরা সময়।
বাতাসে বহিছে প্রেম নয়নে লাগিলো প্রেম
মাতৃভাষা এসে গেছে মধুরও অমৃত বাণী,
বেলা গেলো সহজেই, মরমে উঠিলো বাজি
মাতৃভাষা এসে গেছে।
ফুল ফুটুক না ফুটুক আজ দিবসে
শান বাধানো ফুটপাতে,
পাথরের ডুবিয়ে এক কাঠখোট্টা গাছ
কচি কচি পাতায় পাজর ফাটিয়ে হাসছে।
ফুল ফুটুক না ফুটুক আজ দিবসে।
একটু জায়গা হবে তোর আকাশে?
আমি থেকে যেতে পারি।
আমার তেমন কোনো প্রতিভা নেই,
একেবারেই বেকার ;
বালুচর ধরে হেঁটে গেলে,
নীলে ডুব দেওয়া দরকার।
একটু ভালোবাসবি আমায়?
আমি ভালো হয়ে যেতে পারি।
আমার উঠানোর তুলসী তলাতে,
প্রদীপের আলো জ্বলে না;
দুঃখের পরেই কি আসে সুখ?
আর হাসির পরে কান্ন!
একটু বকে দিবিয় আমায়?
আমি অভিমানী হতে পারে।
মাঝেমাঝে মন খারাপ হলে,
বোঝা যায় আমি ভালো আছি।
সে আঁধারে ভয় পেতাম সেই আঁধারেই
তুই আমি আবার কাছাকাছি।
তোর চোখের মাপের
আকাশ আমি নই,
তাই উড়তে বলিনি তোকে।
তোর মনের মাপের
বাসাও নেই এ বুকে,
তাই বসতে বলিনি আরবার।
কিন্তু পাখি
তবু বলি শোন-
আমার আকাশে সীমানা
রাখিনি আমি,
খাঁচাও রেখেছি খুলে।
ফিরে দেখিস তোর আকাশে,
ঝড় এলে.. মাতৃভাষা দিবস এর শুভেচ্ছা।