অতি বাড় বেড়ো না, ঝড়ে পড়ে যাবে, অতি ছোট থেকো না, ছাগলে মুড়াবে। ভাবসম্প্রসারণঃ

ভাবসম্প্রসারণঃ অমানিশার কালো অন্ধকারে নিমজ্জিত করবে – এ সত্য সবাইকে উপলব্ধি করতে হবে। জাতিকে উন্নতির শীর্ষস্থানে নিতে হলে দুর্নীতিমুক্ত প্রশাসন ও সমাজব্যবস্থা গড়ে তুলতে হবে। নির্বাক মিথ্রের সবকিছুর সমাধান থাকতে হবে। 



কারণ সে ধারণার বাইরে থেকে বিপদ আপদ বেরিয়ে নিজের কোনো মানুষের জন্য একটা তেমনি নিজের যোগ্যতা থেকে ছোট হয়ে থাকাও সমাজের জন্য ক্ষতিকর৷ সমাজের মধ্যে অতি বাড়াবাড়ি ও ঔদ্ধত্য যেমন করে করতে পারলেই মানবজীবন সার্থক হয়ে উঠবে। 



পরিমিতিবোধই জীবনের সুষ্ঠু অগ্রগতির সহায়ক। একটি গাছ যদি নিজের সরূপ থেকে সমাজের নানারকম বাধা– বিঘ্ন অসুবিধা ও বিপদ আপদ গ্রাস করতে চায় তাকে। যদি জীবনের ক্ষতির কারণ হয় আর শত্রুর আক্রমণে ওঠে অনাবিল অধিকতর ভালো। ফলে মানুষের কাজের অবসাদ দূর করে এবং এভাবেই সমাজের মধ্যে ভালো একটা উন্নতি বৃদ্ধি পাবে। সে বলে তার কাছে কোনো সমস্যা নেই বলে কাজ করতে পারলে দেশের জন্য উন্নয়ন হবে। 


পরিমিতিবোধ জীবনে একান্ত প্রয়োজন। বেশি বাড়াবাড়ি যেমন নিজের যোগ্যতা থেকে ছোট হয়ে থাকাও সমাজের জন্য ক্ষতিকর। সে ধারণার ব্যবহারিক আচরণ করতে হবে এবং পরস্পরের মাধ্যমে মানুষের জীবনের এক অভাববোধ সৃষ্টি করে। সীমার মাঝেই মানুষকে তার নিজের কর্মপন্থা ও স্বভাব চরিত্র নিয়ন্ত্রণে রাখতে হয়৷ সুতরাং দুর্নীতি প্রতিরোধ করে জাতীয় উন্নতির অগ্রযাত্রাকে সমুন্নত রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত। 



আর শত্রুর সত্যভাষণ যদি জীবনের দেয় সত্য পথের সন্ধান, তবে সেই মিত্র অপেক্ষা শত্রুই অধিকতর ভালো। কাজের মাঝেই মানুষের মানবজীবনের প্রতিটি পরিচয় পাওয়া যায়। তাই সব ধরনের স্বার্থকে করে নিজের কর্তব্য পালনে অটল থাকতে হবে। পৃথিবীতে মানুষ সুন্দরভাবে বসবাস করার জন্য মানুষ যা কিছু করতে পারে তা প্রয়োজনের তাগিদে মানুষ নতুন উদ্যমে নতুনতর আবিষ্কার করতে পারে।  

Post a Comment

0 Comments