শেষের কবিতা ~ রবীন্দ্রনাথ ঠাকুর। শেষের কবিতা উপন্যাসের রিভিউ



শেষের কবিতা ~ রবীন্দ্রনাথ ঠাকুর। শেষের কবিতা উপন্যাসের রিভিউ


রেটিং: ৫/৫


রিভিউ : আমার পড়া অসাধারণ একটি উপন্যাস। উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র হল অমিত আর লাবন্য। রোমান্টিসিজম ও বাস্তববাদিতা এ দুয়ের এক অদ্ভুত মিলন রয়েছে এ উপন্যাসে।

ভালোবাসা নামক অদৃশ্য বস্তুটিতে আবদ্ধ হয়ে পড়ে অমিত ও লাবন্য। যারা রোমন্টিক বই পড়তে পছন্দ করে তাদের জন্য হাইলি রিকোমেন্ড করবো।


প্রিয় উক্তি:


★মেনে নেওয়া আর মনে নেওয়া, এই দুইয়ের তফাৎ আছে।


★ মেয়েদের ভালো-লাগা তার আদরের জিনিসকে আপন-অন্দর মহলে একলা নিজেরই করে রাখে, ভিড়ের লোকের কোন খবরই রাখে না। সে যত দাম দিতে পারে সব দিয়ে ফেলে, অন্য পাঁচজনের সঙ্গে মিলিয়ে বাজার যাচাই করতে তার মন নেই।



রিভিউ লিখেছেন : লামিয়া রেজা।

Post a Comment

0 Comments