অনুভূতির অভিধান ~ তাহসান খান। অনুভূতির অভিধান বই রিভিউ। তাহসান খানের বই রিভিউ


অনুভূতির অভিধান ~ তাহসান খান। অনুভূতির অভিধান বই রিভিউ। তাহসান খানের বই রিভিউ


সম্প্রতি জনপ্রিয় অভিনেতা ও কন্ঠশিল্পী তাহসান খানের একটি বই বের হয়েছে এবারের বই মেলায়। বইটির নাম 'অনুভূতির অভিধান'। এই আর্টিকেলে অনুভূতির অভিধান বইটির রিভিউ করা হলো।

বই : অনুভূতির অভিধান
লেখক : তাহসান খান
প্রকাশনী : অধ্যয়ন
মুদ্রিত মূল্য : ২৭০ টাকা

ব্যক্তিগতভাবে আমি বই পড়তে খুবই পছন্দ করি এবং ছোটবেলা থেকেই আমার এই অভ্যাসটা ছিল। পারিপার্শ্বিক বিভিন্ন কাজে বই পড়ার অভ্যাসটা মাঝখানে একটু কমে গিয়েছিল। কিন্তু এখন আবার শুরু করেছি।

এবারের বইমেলা এবং রকমারি থেকে আমি প্রায় আট থেকে দশটা বই কিনি।

আমি নিজে একটি One Page Personal Plan মেইনটেইন করি। যেখানে আমি আগামী তিন মাস, ছয় মাস, এক বছর, ৫ বছরে কি কি করব তা লিখে রাখি। সেখানে আমি প্ল্যান করেছি যে,প্রতি মাসে আমি দুটো করে বই পড়বো এবং যদি কোন বই আমার পছন্দ হয় তাহলে সেই বই এর রিভিউ দিব।

তারই ধারাবাহিকতায়  আজকের বুক রিভিউ হচ্ছে Tahsan Khan ভাইয়ের "অনুভূতির অভিধান" নিয়ে।

বইটিতে আমার কাছে সবচেয়ে ইনোভেটিভ যে জিনিসটা লেগেছে সেটা হচ্ছে প্রতিটি গল্পের সাথে একটা অনুভুতি কে ফুটিয়ে তোলা এবং গল্প শেষে প্রতিটি অনুভূতির একটি চিত্রকর্ম এবং কবিতার মাধ্যমে তার বহিঃপ্রকাশ করা। সত্যিই অসাধারণ এক আইডিয়া।

তাহসান ভাই তার জীবনের আত্ম উপলব্ধি গুলোকে ২০টি অনুভূতির গল্পের মাধ্যমে সুন্দর করে এই বই এ তুলে করেছেন।

ইঞ্জিনিয়াররা সবসময় আউটকাম খুঁজে। তাই বইটির প্রতিটি গল্প পড়ার পরে আমি আমার ভাল লাগার কিছু লাইন দাগিয়ে রেখেছি। যেটা আমার কাছে মনে হয়েছে এই বই থেকে নেয়া আমার Take away।

ব্যক্তিগতভাবে আমার কাছে তার " বিস্ময়" এবং "অপমান" নিয়ে লেখা গল্পগুলো বেশি ভালো লেগেছে।

বি:দ্র: রিভিউটি লেখকের ব্যাক্তিগত ফেসবুক পেইজ থেকে সংরক্ষিত। রিভিউটি লিখেছেন Shuvasish Bhomick

মুল পোস্ট লিংক:- https://www.facebook.com/100044478307498/posts/295425485283393/?app=fbl

Post a Comment

0 Comments