গুরুচণ্ডালী দোষ কি? গুরুচণ্ডালী দোষ কাকে বলে? (বিস্তারিত)
বাংলা ভাষায় লেখিত রূপের দুটি নিয়ম রয়েছে। একটি সাধু এবং অপরটি চলিত। সাধু এবং চলিত ভাষার এই দুই রূপের মাঝে রয়েছে বিস্তর ব্যবধান। সাধু ভাষা গুরুগাম্ভীর, আভিজাত্যে ভরা এবং ঐতিহ্যমণ্ডিত। তাছাড়া সাধু ভাষায় তৎসম শব্দ, ক্রিয়া, অব্যয়, সন্ধি ও সমাসবদ্ধ পদ, সর্বনাম, অনুসর্গ পূর্ণরূপে ব্যবহৃত হয়।
অপরদিকে চলিত ভাষায় ব্যবহৃত হয় অ-তৎসম শব্দ ও অব্যয়। তাছাড়াও ক্রিয়া সর্বনাম এবং অনুসর্গ চলিত ভাষায় সংক্ষিপ্ত রূপে ব্যবহৃত হয়। চলিত ভাষা হয় সহজ, সরল ও সাবলীল।
তাই সাধু ও চলিত ভাষার মঝে এই বিস্তর ব্যবধান থাকা সত্ত্বেও যখন একই রচনায় সাধু ও চলিত ভাষার মিশ্রণ ঘটানো হয় তখন সেই রচনাটি গুরুচণ্ডালী দোষে দূষিত হয় এবং একেই গুরুচণ্ডালী দোষ বলা হয়।
আরও পড়ুন: বাক্য রূপান্তর কি? ১০টি সরল বাক্য থেকে জটিল বাক্য রূপান্তর