ভাষা দিয়ে ভালোবাসা যায় না তো বুঝানো। ওসমান আলী। নতুন গানের লিরিক্স
গানের লিরিক্স: ভাষা দিয়ে ভালোবাসা যায় না তো বুঝানো
রচিয়তা: মো: ওসমান আলী।
ভাষা দিয়ে ভালোবাসা যায় না তো বুঝানো,
কতখানি আবেগ পুষি তার সীমা নেই যে কোনো।।
একাকি নিরালায়,
দাড়িয়ে জানালায়,
হারিয়ে আমি যাই,
তোমার মাঝে,
তুমি ছাড়া লাগে অসহায়,
এই প্রাণ বুঝি যায়,
বলো করি কি উপায়,
এই সাঁঝে।।
হাতের মাঝে হাতটা ধরে,
নেবো তোমায় আপন করে,
ছাড়বো না কখনো,
যদি অকারণ,
আসে কোনো বারন,
মানবো না তা আমি, তুমি জেনো।
ভাষা দিয়ে ভালোবাসা যায় না তো বুঝানো,
কতখানি আবেগ পুষি তার সীমা নেই যে কোনো।।
চলে যাবো দূরে দুজনায়,
হারাবো নতুন এক অজানায়,
কেউ পাবে না কোনো ঠিকানায়,
তোমায় আমায়,
এই মন কখোনো হাসায়,
এই মন কখনো কাঁদায়,
এই মন ভালো হয়ে যায়,
তোমার আসায়।।
হাতের মাঝে হাতটা ধরে,
নেবো তোমায় আপন করে,
ছাড়বো না কখনো,
যদি অকারণ,
আসে কোনো বারন,
মানবো না তা আমি, তুমি জেনো।
ভাষা দিয়ে ভালোবাসা যায় না তো বুঝানো,
কতখানি আবেগ পুষি তার সীমা নেই যে কোনো।।
জুড়ে আছো পুরো কল্পনায়,
ভালো থাকা কীভাবে যে যায়,
বলে দাও তুমি আমায়,
করি কি এখন,
মন শত বাহানায়,
ভর করে পাখির ডানায়,
দূরে উড়ে যেতে চায়,
শোনে না বারন।।
হাতের মাঝে হাতটা ধরে,
নেবো তোমায় আপন করে,
ছাড়বো না কখনো,
যদি অকারণ,
আসে কোনো বারন,
মানবো না তা আমি, তুমি জেনো।
ভাষা দিয়ে ভালোবাসা যায় না তো বুঝানো,
কতখানি আবেগ পুষি তার সীমা নেই যে কোনো।।
আরও পড়ুন: ভালোবাসা - ওসমান আলী। ভালোবাসা কবিতা। ওসমান আলীর কবিতা