তোমাকে যেন পাই ~ ওসমান আলী। কবিতা। ওসমান আলীর কবিতা
তোমাকে যেন পাই
ওসমান আলী
তোমার নামটি ধরে
যদি দেয় কেউ ডাক
দূর থেকে দূরান্তরে,
আমি পরিস্কার শুনি
আর চেয়ে থাকি চাতক পাখির মতো
তুমি আসবে আমি দেখবো বলে।
এ মনের সবটা জুড়ে
আছো তুমি আমায় ঘিরে
আমি শুধু ঘুরে ফিরে তোমাকেই ভাবি,
তোমার মনে একটু ঠাই
যেন প্রিয়া আমি পাই
এক জীবনে সামান্য এই দাবি।
ভালোবাসা যে কেমন
জানেনা আমার এ মন
শুধু জানি আমি তোমাকেই চাই,
অগোছালো জীবনে
একটাই চাওয়া এ ভুবনে
তোমাকে যেন পাই।
আরও পড়ুন: ভালোবাসা - ওসমান আলী। ভালোবাসা কবিতা। ওসমান আলীর কবিতা