আবোল তাবোল - ৩ - সুকুমার রায়। আবোল তাবোল - ৩ কবিতা। সুকুমার রায়ের কবিতা



আবোল তাবোল - ৩ - সুকুমার রায়। আবোল তাবোল - ৩ কবিতা। সুকুমার রায়ের কবিতা


     আবোল তাবোল - ৩
          সুকুমার রায়


 এক যে ছিল রাজা- (থুড়ি, 
 রাজা নয় সে ডাইনি বুড়ি)! 
 তার যে ছিল ময়ূর- (না না, 
 ময়ূর কিসের? ছাগল ছানা)। 
 উঠানে তার থাক্ত পোঁতা- 
 (বাড়িই নেই, তার উঠান কোথা)? 
 শুনেছি তাত পিশতুতো ভাই- 
 (ভাই নয়ত, মামা-গোঁসাই)। 
 বল্ত সে তার শিষ্যটিরে- 
 (জন্ম-বোবা বলবে কিরে)। 
 যা হোক, তারা তিনটি প্রানী- 
 (পাঁচটি তারা, সবাই জানি!) 
 থও না বাপু খ্যাঁচাখেচি 
 (আচ্ছা বল, চুপ করেছি)।। 
 তারপরে যেই সন্ধ্যাবেলা, 
 যেমনি না তার ওষুধ গেলা, 
 অমনি তেড়ে জটায় ধরা- 
 (কোথায় জটা? টাক যে ভরা!) 
 হোক্ না টেকো তোর তাতে কি? 
 গোমরামুখো মুখ্যু ঢেঁকি! 
 ধরব ঠেসে টুটির পরে 
 পিটবো তোমার মুণ্ডু ধরে। 
 এখন বাপু পালাও কোথা? 
 গল্প বলা সহজ কথা? 

আরও পড়ুন : আবোল তাবোল - ১ - সুকুমার রায়। আবোল তাবোল - ১ কবিতা। সুকুমার রায়ের কবিতা

Post a Comment

0 Comments