গৌতম বুদ্ধের উপদেশমূলক ১০ টি উক্তি / বাণী। জীবনে চলার পথে অনেক কাজে দেবে



গৌতম বুদ্ধের উপদেশমূলক ১০ টি উক্তি / বাণী। জীবনে চলার পথে অনেক কাজে দেবে


১। সকলেই দণ্ডকে ভয় করে, জীবন সকলের প্রিয়। সুতরাং নিজের সাথে তুলনা করে কাকেও প্রহার করবে না কিংবা আঘাত করবে না।
~ গৌতম বুদ্ধ।

২। পরের কৃত ও অকৃত কার্যের প্রতি লক্ষ্য না রেখে নিজের কৃত ও অকৃত কার্যের প্রতি লক্ষ্য রাখবে।
~ গৌতম বুদ্ধ।

৩। যিনি উপদেশ দেন, অনুশাসন করেন এবং অসভ্যতা নিবারণ করেন তিনি অসতের অপ্রিয় এবং সৎলোকের প্রিয় হন।
~ গৌতম বুদ্ধ।

৪। অর্থহীন সহস্র বাক্য অপেক্ষা একটিমাত্র সার্থক বাক্য যা শুনে লোকে শান্তি লাভ করে তাই শ্রেয়।
~ গৌতম বুদ্ধ।

৫। মৈত্রী দ্বারা ক্রোধকে জয় করবে, সাধুতার দ্বারা অসাধুকে জয় করবে, ত্যাগের দ্বারা ক্রোধকে জয় করবে ও সত্যের দ্বারা মিথ্যাকে জয় করবে।
~ গৌতম বুদ্ধ।

৬। যা হারিয়ে গেছে তা ভেবে সময় নষ্ট না করে, যা আছে তোমার কাছে তার মূল্য দাও।
~ গৌতম বুদ্ধ।

৭। যিনি তোমার ক্রুটি প্রদর্শন করেন ও তজ্জন্য ভৎর্সনা করেন সেই মেধাবীকে গুপ্তনিধির ন্যায় জানবে।
~ গৌতম বুদ্ধ।

৮। একটি মোমবাতি দিয়ে যেমন হাজারটা মোমবাতি জ্বালানো যায়।
ঠিক তেমনই সুখ ভাগ করলে কমেনা, বরং বাড়ে।
~ গৌতম বুদ্ধ।

৯। জগতে শত্রুতার দ্বারা কখনো শত্রুতার উপশম হয় না,
মিত্রতার দ্বারাই শত্রুতার উপশম হয়।
~ গৌতম বুদ্ধ।

১০। যে ঠকে সে কাঁদে
এমনকি যে ঠকায় সেও কাঁদে,
পার্থক্য শুধু দুদিন আগে আর পরে।
~ গৌতম বুদ্ধ।

আরও পড়ুন: ডেল কার্নেগীর জীবন বদলে দেওয়া ১০ টি গুরুত্বপূর্ণ উক্তি বা বাণী। পড়ে দেখুন

Post a Comment

0 Comments