বিদ্রোহী কবিতা নিয়ে গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন



বিদ্রোহী কবিতা নিয়ে গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন


♦ বিদ্রোহী কবিতাটি কোন কাব্যগ্রন্থের?

উ: অগ্নিবীণা।

♦ বিদ্রোহী কবিতার প্রথম শ্রোতা কে?

উ: মুজফফর আহমেদ।

♦ বিদ্রোহী কবিতাটি কত পঙক্তির কবিতা? / বিদ্রোহী কবিতাটি কত লাইনের?

উ: একশ চল্লিশ পঙক্তির কবিতা।

♦ বিদ্রোহী কবিতায় ' আমি ' শব্দটি কতবার ব্যবহৃত হয়েছে?

উ: ১৪৭ বার।

♦ বিদ্রোহী কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়?

উ: সাপ্তাহিক ' বিজলী ' পত্রিকায় প্রাকাশিত হয়।

♦ বিদ্রোহী কবিতায় অর্ফিয়াস কোন পুরাণের উদাহরণ?

উ: গ্রিক পুরাণ।

♦ বিদ্রোহী কবিতায় কবি কার বুকে পদচিহ্ন এঁকে দেবেন? 

উ: কবি বিদ্রোহী ভৃন্ড ভগবানের বুকে পদচিহ্ন এঁকে দেবেন।

♦ বিদ্রোহী কবিতায় কবির বিদ্রোহ কবে শান্ত হবে?

উ: যেদিন আকাশে বাতাসে উৎপীড়িতের ক্রন্দন রোল থাকবে না, যখন অত্যাচারীর অত্যাচার বন্ধ হবে, সেদিন কবি শান্ত হবেন।

♦ বিদ্রোহী কবিতায় মহাপ্রলয়ের নটরাজ কে?

উ: কবি নিজেকে মহাপ্রলয়ের নটরাজ বলেছেন।

♦ কবি ফিং দিয়ে কয় দোল দেয়?

উ: কবি ফিং দিয়ে তিন দোল দেয়।

♦ কবি কার শিঙ্গার মহা হুংকার?

উ: ইস্রাফিলের শিঙ্গার মহা হুংকার।

♦ কবি কয়টি সূর্যের রাহুগ্রাস?

উ: কবি দ্বাদশ রবির রাহুগ্রাস।

♦ কবি বিদ্রোহী কবিতায় কী ছিনিয়ে আনবেন বলে বলেছেন?

উ: কবি বিষ্ণুবক্ষ হতে যুগল কন্যাকে ছিনিয়ে আনবেন।

আরও পড়ুন 👉 বিদ্রোহী কবিতা - কাজী নজরুল ইসলাম। বিদ্রোহী কবিতা আবৃত্তি। কাজী নজরুল ইসলামের কবিতা

Post a Comment

3 Comments