সম্পাদক - রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প রিভিউ




প্রচ্ছদ: কামরুল ইসলাম
প্রকাশনায়: সত্যকথা প্রকাশ
গল্প: সম্পাদক 

সম্পাদক - রবীন্দ্রনাথ ঠাকুর


ভালোবাসার এক অদৃশ্য শক্তি যা সহজে সকলের নজরে আসে না। মাঝে মাঝে সেই ভালোবাসা হয় শুধু অবহেলার পাত্র। আবার দিন শেষে দেখা যায় সেই ভালোবাসা ছাড়া জীবন অর্থহীন। এমনই এক ভালোবাসার গল্প নিয়ে রচিত হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প সম্পাদক।

অল্পবয়সী এক কন্যা সন্তান রেখে তার  মা পরলোক গমন করেন। তাই মাতার অবর্তমানে পিতাই তার পিতা-মাতা সব কিছু। ধীরে ধীরে পিতা ও কন্যার মাঝে সুন্দর এক  আদুরে সম্পর্কের ভিত্তি স্থাপিত হয়

কন্যার বড় হওয়ার সাথে পিতার মাথায় হাজারটা চিন্তা কাজ করে। তিনি কাজের সন্ধান করেন। সময়ের অভাব ও অনিচ্ছার কারণে তিনি লেখালিখিকেই উপার্জনের মাধ্যম হিসেবে বেঁছে নেন। এবং তার কিছুদিন পরেই তিনি সম্পাদক হন।

এখান থেকেই পিতা ও কন্যার আদুরে সম্পর্কের ভিত্তি নড়বড় হয় এবং শেষে আবার কীভাবে সেই সম্পর্ক  ঠিক হয়  তাই রবীন্দ্রনাথ ঠাকুর সুন্দর ভাবে এই গল্পে উপস্থাপন করেছেন।

রিভিউ লিখেছেন : ওসমান আলী।

Post a Comment

0 Comments